বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

প্রধান শিক্ষকের বিচার দাবিতে ছাত্র পরিষদের ধর্মঘট 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি    

প্রধান শিক্ষকের বিচার দাবিতে ছাত্র পরিষদের ধর্মঘট 

নোয়াখালীর সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের থানার হাট মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিকা খোদেজা আক্তার শিখাকে একই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের কু প্রস্তাবের প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ এবং বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানে সাবেক ও বর্তমান ছাত্রদের সংগঠন ছাত্র পরিষদ। 

রোববার (২০ অক্টোবর) এ অবস্থান ধর্মঘট পালন শুরু করেছে ছাত্র পরিষদ। এসময় ছাত্র পরিষদের এক সমন্বয়ক আব্দুল্লাহ ফারুক জানান, এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীর্ঘদিন পর্যন্ত নানা অনিয়ম ও শিক্ষক হয়রানির সঙ্গে জড়িত রয়েছে।

এসময় ছাত্ররা অভিযোগ করে আরও বলেন, প্রধান শিক্ষক তার নিজের অনিয়ম ঢাকতে সে ভিন্ন এলাকার রাজনৈতিক প্রভাবশালীদের স্কুল সভাপতি করে রাখতো। কোন কিছু বললেই হামলা মামলার ভয় দেখিয়ে কাউকে প্রতিবাদ করার সুযোগ দিতো না। 

এবিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত ৮ অক্টোবর  স্কুল চলাকালীন সময়ে তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ঠুনকো বিষয় নিয়ে শিক্ষিকাকে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি দিতে থাকে। পরে, একই স্কুলের পরিচ্ছন্নতা কর্মী জামশেদ, সহকারী শিক্ষক আজগর ও অন্যরা শিক্ষিকাকে প্রধান শিক্ষকের হাত থেকে রক্ষা করে। 

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান কোন মন্তব্য করতে রাজি নন বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।  পরে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. গোফরান উদ্দিন জানান, এ বিষয়ে অভিযোগের সত্যতা প্রমাণ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষ।

এদিকে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. মিজানুর রহমান জানান, যৌন হয়রানির অভিযোগ তারা পেয়েছেন, এ বিষয়ে রোববার (২০ অক্টোবর স্বাক্ষীদের বক্তব্য নিয়ে পরবর্তীতে ঘটনার সত্যতার আলোকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ